ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

আবারো 'লর্ড' তকমাতেই ফিরছেন শান্ত!

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ১১:৩১ রাত  

বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর প্রিয় ছাত্র, নির্বাচকদের চোখের মণি, লর্ড, এভাবে হাজারো তকমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলে অভিষেকের পর থেকে ট্রলের শিকার হতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। টি-টোয়েন্টির আগ্রাসন, ইন্টেন্ট, ও এপ্রোচ কিছুই ছিলোনা বলেও মন্তব্য করতেন দেশের সমর্থকরা। শান্তকে একাদশে রাখতে গিয়েও কথা শুনতে হয়েছে টিম সংশ্লিষ্ট সকলকে।
 
তবে মাঠের বাইরের সমালোচনা কান না দিয়ে ধারাবাহিক রান করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন বাঁহাতি এ ব্যাটার।  বিশ্বকাপের আগে রানের ফল্গুধারা ছোটাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। ফর্মটা টেনে এনেছিলেন বিশ্বকাপেও। আফগানিস্তানের বিপক্ষে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। কিন্তু এর পর থেকেই উল্টো হাঁটছেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক। রান করতেই ভুলে গেছেন এই বাঁহাতি। আবারো লর্ড নামেই তাকে নিয়ে সমালোচনা করছেন সমর্থকরা।
 
বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর প্রত্যাশার কথা বলেই দেশ ছেড়েছিল বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টে প্রত্যাশার বেলুন ফুটো হয়ে গেছে টাইগারদের। টানা পাঁচ ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল। সবেধন নীলমণি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়টি। ব্যাটিং ব্যর্থতাই মূলত এই হারের জন্য দায়ী।
 
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ভাগীদার নাজমুল হোসেন শান্তও। অধিনায়কের পাশাপাশি টাইগারদের সহঅধিনায়কও বিশ্বকাপ শুরুর পর থেকেই ব্যাডপ্যাচে। অপরাজিত ৫৯ রানের ইনিংস দিয়ে বিশ্বকাপ শুরুর পর বাকি ছয় ইনিংসে শান্তর ইনিংসগুলো যেন ফোন নম্বরের ডিজিট - ০, ৭, ৮, ০, ৯, ৪! মাত্র ২৮ রান করেছেন তিনি। গড় মাত্র ৪.৬৬! দুই ইনিংসে তো রানের খাতাও খুলতে পারেননি।
 
অথচ বিশ্বকাপের আগে দারুণ ফর্মে ছিলেন শান্ত। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরেই খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। চলতি বছর টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান তিনিই করেছেন। দারুণ পারফর্মের পুরস্কার হিসেবে বিশ্বকাপে দলের সহঅধিনায়ক বানিয়ে পাঠানো হয়েছিল শান্তকে। কিন্তু হতাশ করেই চলেছেন তিনি।
 
পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডন্সে রানের খাতা খোলার আগেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসা শান্তর ওপর তাই ছিল গুরুদায়িত্ব। কিন্তু মাত্র ৪ রানে আউট হয়ে চাপ আরও বাড়িয়েছেন তিনি। সেই সঙ্গে বাড়ছে টাইগারদের দুশ্চিন্তা। কবে ফর্মে ফিরবেন টাইগারদের ভবিষ্যৎ কাণ্ডারি!