ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

অনুশীলনে চোট পেলেন সাকিব

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ০৯:৪৯ রাত  

চলমান ওয়ানডে বিশ্বকাপে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক অনুশীলন করেছে টাইগাররা। এ সময় ব্যাটিং অনুশীলন করার সময় চোট পেয়েছেন সাকিব আল হাসান। মূলত ঘাড়ে চোট পান সাকিব। তখন নেটেই ফিজিও ডেকে নেন তিনি। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে সাকিবের ঘাড়ে ট্রিটমেন্ট করেছেন ফিজিও। কিন্তু তারপরও খানিকটা অস্বস্তি বোধ করছিলেন বাংলাদেশ অধিনায়ক। এসময় সাকিবের ঘাড়ে স্পে করতেও দেখা যায়।

মিনিট দশেকের ট্রিটমেন্টের পর আবারও নেটে ব্যাটিং করতে যান সাকিব। তখন স্বস্তিতেই ব্যাটিং করেছেন। তাই আপাতত ধারণা করা হচ্ছে, তার চোট গুরুত্বর নয়। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে সমস্যা হবে না তার।

এদিকে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। তবে টানা ব্যর্থতার পর সে স্বপ্ন এখন বিলীন হয়ে গেছে। সেরা চারে থাকা তো দূরের কথা, সেরা আটে থাকাই কঠিন হয়ে গেছে। তাইতো সাকিবের ভাবনাজুড়ে এখন কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে সাকিব জানালেন, যেভাবেই হোক ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় বাংলাদেশ। তিনি বলেন, 'আমার বলার কিছু নেই। গোটা দলই কথা বলছে আমাদের কী করা প্রয়োজন। আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা, এজন্য আমাদের জয়ের বিকল্প নেই। আমরা এদিকেই মনোযোগ রাখছি।'