ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি ম্যাক্সওয়েলের
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৭:২৬ বিকাল
ছবি সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন অজি ব্যাটার। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামের ৪৯ বলে শতরানের রেকর্ডটি ভাঙেন ম্যাক্সওয়েল।
বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যানডসের বিপক্ষে ৮টি চার ও ছক্কায় বিশ্বকাপের মঞ্চে দ্রুততম সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েল।
চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম। তবে এক জায়গায় মিল রয়েছে দুজনের। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামেই দ্রুততম শতক হাঁকান মার্করাম। একই মাঠে নতুন বিশ্বরেকর্ডের মালিক হলেন ম্যাক্সওয়েল। ২০১৫ সালেও শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন অজি হার্ডহিটার।
শেষ পর্যন্ত ৪৪ বলে ১০৬ রানে দিল্লিতে ম্যাক্সওয়ের ঝড় থামে। এর আগে সেঞ্চুরির দেখা পান ওয়ার্নার। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।