ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
দেশ থেকে ভারতে বাংলাদেশের নেটে লেগ স্পিনার
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৮:২৬ রাত
বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুশীলনে দেশের অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক(সংগৃহীত)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল এখন মুম্বাইতে অবস্থান করছে। রোববার (২২ অক্টোবর) প্রথমবারের মতো মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুশীলন করতে নেমেছে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপের অনুশীলন জার্সি থেকে ভিন্ন জার্সি পরা তরুণকে নামতে দেখা গিয়েছে। মুম্বাইতে দলের অনুশীলনে যোগ দিয়েছেন বয়সভিত্তিক দলের লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গত পরশু মুম্বাই আসেন ওয়াসি। স্কুল ক্রিকেট থেকে উঠে আসা এই লেগি কিছু ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। এবার তার জন্য শেখার বড় সুযোগ। বিশ্বকাপের মতন আসরে দলের সঙ্গে থাকবেন, অনুশীলন করবেন। বড় মঞ্চের অভিজ্ঞতা নিশ্চিতভাবেই শাণিত করার সুযোগ দেবে তাকে।
আজ বাংলাদেশের নেটে শুরু থেকেই তাকে বল করতে দেখা যায়। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ তার ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছিলেন। লিটন দাস, তানজিম হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদকে বল করার পর সাকিব আল হাসানকেও বল করেন তিনি। কিছু খারাপ বল করলেও কয়েকটি বলে ব্যাটারদের পরাস্তও করতে দেখা যায় তাকে।