ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ৮১ রানের জয়
প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৩, ১০:০০ রাত
ছবি সংগৃহীত
২৮৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২০৫ রানেই গুটিয়ে গেছে নেদারল্যান্ডসের ইনিংস। ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৮১ রানের পরাজয় বরণ করতে হয়েছে স্কট এডওয়ার্ডসের দলকে।
শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ডাচরা। ম্যাক্স ও’দাউদকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন হাসান আলি। আউট হওয়ার আগে ১২ বলে ৫ রান করেন এই ডানহাতি ওপেনার।
এরপর জুটি গড়েন বিক্রমজিৎ ও কলিন অ্যাকারম্যান। কিন্তু ১২তম ওভারে বল হাতে নিয়েই দলকে উইকেট এনে দেন ইফতিখার আহমেদ। কলিন আকারম্যান (২১ বলে ১৭) সুইপ করতে গেয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তবে তৃতীয় উইকেটে বাস ডি লিড ও বিক্রমজিৎ সিং মিলে ৭০ রানের জুটি গড়ে। মূলত এই জুটিতেই জয়ের স্বপ্ন বুনতে শুরু করে নেদারল্যান্ডস ২৪তম ওভারের পঞ্চম বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে শাদাব খানের শিকার হন বিক্রম। ৬৭ বলে ৫২ রান করেন ডাচ ওপেনার।
২৭তম ওভারে দলীয় ১৩৩ রানে জোড়া আঘাত হানেন হারিস রউফ। ফেরান তেজা নিদামানুরু ও স্কট এডওয়ার্ডসকে। ৩৩তম ওভারের প্রথম বলে সাকিব জুলফিকারের উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। ১৮ বলে ১০ রান করেন সাকিব। একপ্রান্ত আগলে রেখে ডি লিড ৫০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত এই ডাচ ব্যাটার ফেরেন ৬৮ বলে ৬৭ রান করে। তার ইনিংস জুড়ে ছিল ২টি ছক্কা ও ৬টি চারের মার।
এর আগে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া হাফ-সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। রিজওয়ান ও শাকিল ৬৮ রান করে করেন।হায়দারাবাদে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৮ রানে প্যাভিলিয়নে ফিরেন পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান ১২, ইমাম উল হক ১৫ ও অধিনায়ক বাবর আজম ৫ রান করেন।
দশম ওভারেই চাপে পড়া পাকিস্তানকে বিপদমুক্ত করেন রিজওয়ান ও শাকিল। নেদারল্যান্ডস বোলারদের চাপে ফেলে পাল্টা আক্রমন করেন রিজওয়ান ও শাকিল। এতে ২০তম ওভারেই শতরান পেয়ে যায় পাকিস্তান। দলের রান দেড়শতে পৌঁছানোর আগেই ওয়ানডেতে শাকিল দ্বিতীয় ও রিজওয়ান ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন। ২৯তম ওভারে শাকিলকে ৬৮ রানে থামিয়ে নেদারল্যান্ডসকে ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার আরিয়ান দত্ত। ৫২ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সাথে ১১৪ বলে ১২০ রান যোগ করেন তিনি।
শাকিল ফেরার ১৯ বল পরই প্যাভিলিয়নের পথ ধরেন রিজওয়ানও। পেসার বাস ডি লিডের বলে বোল্ড হওয়ার আগে ৭৫ বল খেলে ৮টি চারে ৬৮ রান করেন রিজওয়ান।৩২তম ওভারে রিজওয়ান ফেরার পর ইফতিখার ৮ রানে থামেন। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রান তুলে পাকিস্তানের রান আড়াইশ পার করেন মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান। নাওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রানে ফিরেন।
এরপর ২৫২ রানে অষ্টম উইকেট হারালেও শেষ দুই উইকেটে ৩৪ রান পায় পাকিস্তান। শেষ দুই ব্যাটার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের দৃঢ়তায় ৪৯তম ওভারে অলআউট হবার আগে ২৮৬ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। রউফ ১৬ রানে ফিরলেও ১৩ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। নেদারল্যান্ডসের বাস ডি লিডে ৬২ রানে ৪ উইকেট নেন। বিশ্বকাপে এখন পর্যন্ত কোন ম্যাচে ৪ উইকেটের বেশি নিতে পারেনি নেদারল্যান্ডসের পক্ষে কোন বোলার।