জাতীয় দল থেকে বাদ পড়লেন ৫ ফুটবলার
প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৩, ০১:১৫ রাত
শৃঙ্খলা ভঙ্গের দায়ে বসুন্ধরা কিংস থেকে নিষিদ্ধ ৫ ফুটবলার এবার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। তাদেরকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে বাফুফে।
ফেডারেশনের একটি নির্ভরযোগ্য সূত্র ঐ ৫ ফুটবলারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
ওই পাঁচ খেলোয়াড় হলেন- গোলকিপার আনিসুর রহমান জিকো, দুই ডিফেন্ডার তপু বর্মণ ও রিমন হোসেন, ফরোয়ার্ড শেখ মোরসালিন ও তৌহিদুল আলম সবুজ।
সোমবার এএফসি কাপের গ্রুপপর্বের ম্যাচের আগেই বোমা ফাটায় বসুন্ধরা কিংস। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ক্লাবটি। ওড়িশার সাথে ম্যাচে তাদের ছাড়াই জয় তুলে নেয় বসুন্ধরা কিংস।
এর আগে আজ বাফুফের নির্বাহী সভাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, 'মূলত এটা কোচের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না তাদের দলে নেওয়া হবে। একটা ক্লাব যখন শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন কোচের জন্যও সেই খেলোয়াড়দের দলে রাখা কঠিন।’
বাফুফে সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সভায়। ওই ঘটনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে চলতি মাসেই রয়েছে দুটি হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটা মাথায় রেখে হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলন চলছে।
এদিকে কোচ হাভিয়ের কাবরেরাও নাকি চান না জিকো-মোরসালিনরা লাল সবুজ দলে থাকুন। আজ সকালে বাফুফে ভবনে এসে এই ফুটবলারদের জাতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত জানিয়ে গেছেন স্প্যানিশ কোচ।