টি-টোয়েন্টির দ্রুততম শতক ও অর্ধশতকের রেকর্ড গড়লেন কুশল-দিপেন্দ্র
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১১:১৯ দুপুর
কুশল মাল্লা (বামে) ও দিপেন্দ্র সিং (ডানে)
এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুলেছে নেপালের ব্যাটসম্যানরা। তাদের ঝড়ো ব্যাটিংয়ে হয়েছে রেকর্ডের বন্যা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতক ও দ্রুততম শতকের পুরাতন রেকর্ড ভেঙে দিয়েছেন যথাক্রমে দিপেন্দ্র সিং এবং কুশল মাল্লা।
এছাড়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম দল হিসেবে নেপাল পার করেছে ৩০০ রানের চৌকাঠ। জয়ের ব্যবধানেও গড়েছে রেকর্ড।বুধবার চীনে এশিয়ান গেমসের গ্রুপ পর্বের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নেপাল। দুই ওপেনার আসিফ শেখ ও কুশল ভুর্তেল ইনিংসে সূচনা করেছিলেন দেখেশুনে। তবে তাদের ওপেনিং জুটির পর তাণ্ডব চালান কুশল মাল্লা, রোহিত পড়েল ও দিপেন্দ্র সিং। ওপেনার আসিফ শেখ ১৭ বলে ১৬ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন কুশল মাল্লা। শুরু থেকেই মঙ্গোলিয়ার বোলারদের ওপর চড়াও হন তিনি। মাত্র ১৯ বলেই মাল্লা তুলে নেন অর্ধশতক। অর্ধশতক থেকে শতকে যাওয়ার পথে আরো আগ্রাসী হন মাল্লা, খেলেন মাত্র ১৫ বল। ৩৪ বলেই শতক হাঁকিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম বলে শতক স্পর্শের রেকর্ডটা নিজের করে নিলেন মাল্লা।
এর আগে এ রেকর্ডের মালিক ছিলেন রোহিত শর্মা ও ডেভিড মিলার। ২০১৭ সালে ৩৫ বলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। একই বছর মিলার ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
মাল্লার সাথে অপর প্রান্তে ঝড়ো ব্যাটিং করছিলেন অধিনায়ক রোহিত পড়েল। ২ চার আর ৬ ছক্কা মারা রোহিত ২৭ বোলে ৬২ রান করে আউট হন ইনিংসের ১৯তম ওভারের পরের বলে।পাঁচে নেমে দিপেন্দ্র সিং শুরু থেকেই ছিলেন বিধ্বংসী। মঙ্গোলিয়ার বোলারদের তুলোধুনো করেন তিনি। নিজের খেলা প্রথম ছয় বলেই ছক্কা হাঁকান দিপেন্দ্র সিং। মাত্র ৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন দিপেন্দ্র সিং। এ ৯ বলের মধ্যে ৮ বলেই ছক্কা মারেন তিনি। ৯ বলে অর্ধশতক হাঁকিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বলের হিসেবে সবচেয়ে দ্রুততম অর্ধশতকের মালিক এখন দিপেন্দ্র। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন দিপেন্দ্র।
এর আগে এ রেকর্ড ছিল ভারতের যুবরাজ সিংয়ের দখলে। ১৬ বছর ধরে অক্ষুণ্ণ ছিল এ রেকর্ড। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন যুবরাজ। ঐ ম্যাচে স্টুয়ার্ট ব্রডের করা এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ। পুরো ইনিংসজুড়েই বোলারদের রীতিমতো শাসন করেন নেপালের ব্যাটসম্যানরা। ২০ ওভার শেষে তাদের স্কোর হয় ৩ উইকেটে ৩১৪ রান। আন্তর্জাতিক টি-২০ তে এটিও রেকর্ড। এর আগে কোনো দলের সংগ্রহ ৩০০ অতিক্রম করেনি। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে করা আফগানিস্তানের ২৭৮ রান ছিল আন্তর্জাতিক টি-২০ তে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে মঙ্গোলিয়া ১৩ ওভার ১ বল টিকে ৪১ রান করেই অলআউট হয়ে যায়। এ ৪১ রানের মধ্যে ২৩ রান এসেছে অতিরিক্ত খাত থেকে ও ১৮ রান এসেছে মঙ্গোলিয়ার ব্যাটসম্যানদের ব্যাট থেকে। তাদের মিডল অর্ডারের ব্যাটসম্যান ডাভাসুরেন জামিয়ানসুরেন ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নেপালের ২৭৩ রানের ব্যবধানে ম্যাচ জয় আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। এর আগে তুরস্কের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের ২৫৭ রানের জয় ছিল রানের হিসেবে সবচেয়ে বড় জয়।