ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ!

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০২:৫৩ দুপুর  

ছবি সংগৃহিত

কিইউদের সাথে গুরুত্বপূর্ণ ইনিংসের পুরুস্কার?

এশিয়া কাপসহ সাম্প্রতিক সময়ে লোয়ার মিডল অর্ডার দলের চাহিদা পূরণে হয়েছে ব্যর্থ। বাধ্য হয়ে নিউজিল্যান্ড সিরিজে সুযোগ দেওয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলে দলে ফেরার দাবি জোরাল করেছেন রিয়াদ। বিশ্বকাপের দল নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দল। ক্রিকেটের মেগা আসর খেলতে ভারতে যাওয়ার টিকিট পাচ্ছেন তো মাহমুদউল্লাহ?

বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল আইসিসির কাছে জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও জানা যায়নি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। তবে মোটামুটি দল সম্পর্কে ধারণা এরই মধ্যে পাওয়া গেছে। ২৭ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। আইসিসির নীতিমালা অনুযায়ী এটিই চূড়ান্ত দল দেওয়ার শেষ সময়সীমা। এরপর আইসিসির অনুমতি ছাড়া আর কোনো পরিবর্তনও করা যাবে না দলে। তাই দল নিয়ে শেষ মুহূর্তের চিন্তাভাবনা করছে বিসিবি।


জানা গেছে, একটি পজিশন বাদে মোটামুটি চূড়ান্ত বিশ্বকাপ দল। ভারতের মাটিতে অতিরিক্ত একজন পেসার নিয়ে যাওয়া হবে নাকি ব্যাকআপ ওপেনার নেওয়া হবে তা নিয়েও চলছে শেষ মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ। গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যে কোনো সময় দল ঘোষণা করবে বিসিবি।