ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কোনো দালাল আর থাকবে না : ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৪, ১২:০০ দুপুর  

ছবি সংগৃহীত

ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো দালাল থাকবে না বলে মন্তব্য করেছেন নতুন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। একইসঙ্গে সব সরকারি খাস জমি রাষ্ট্রের দখলে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানান ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, ‘কোন দালাল আর থাকবে না। যার কাছে কাজ, সরাসরি তার কাছে গিয়ে কাজ করে নিয়ে আসবে। আমরা দ্রুতই একটা নির্দেশ দেব, কেউ কাজ নিয়ে গেলে এটা হবে না, ও নেই, এ নেই- এসব বললে হবে না। কোনো সমস্যা থাকলে তাকে সুনির্দষ্টভাবে বলে দিতে হবে। কোনো কাগজ প্রয়োজন হলে তাকে লিখে দেবে।'

স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিতে কেবল ঢাকায় বসে না থেকে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াবেন জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, সরকারি খাস জমি নিয়ে আসতে চাই রাষ্ট্রের দখলে। দখলদার যতো প্রভাবশালীই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে গড়ে তুলতে চাই পেপার লেস স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, যাতে দফতরে গিয়ে ধরনা দিতে না হয় সাধারণ মানুষকে।