স্কুলশিক্ষক থেকে হলেন মন্ত্রী
প্রকাশিত: জানুয়ারী ১২, ২০২৪, ১০:১০ দুপুর
ছবি সংগৃহীত
সরকারের নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। রাজনীতির বাইরে ব্যক্তিজীবনে দীর্ঘ ৩২ বছর শিক্ষকতায় কাটিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সাথে শপথও নিয়েছেন নারায়ন চন্দ্র।
জানা যায়, ১৯৭৩ সালের ৭ মে ডুমুরিয়ার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তবে ২০০৫ সালের ১১ মার্চ চাকরি থেকে অবসর নেন।
টানা ৩৮ বছরের বৈচিত্র্যময় শিক্ষকতা জীবনের সঙ্গে তার যোগ হয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। শুরুতে প্রধান শিক্ষক, পরে সেখান থেকে ইউপি চেয়ারম্যান, এরপর সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী, তারপর পূর্ণমন্ত্রী। শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় নারায়ণ চন্দ্র চন্দ প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও পরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নারায়ণ চন্দ্র চন্দের জন্ম ১৯৪৫ সালের ১২ মার্চ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও এম এ পাস করেন। ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ৬ বার ইউপি চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালের শুরুতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মো. সালাহউদ্দিন ইউসুফের মৃত্যুর পর উপ-নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।
এর আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে প্রথমে প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ শেষে মন্ত্রিসভার নতুন ৩৭ জন সদস্যের মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী । আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।