জাতীয় নির্বাচন ২০২৪
ভোটার উপস্থিতি নিয়ে চিন্তা করছি না: সিইসি
প্রকাশিত: জানুয়ারী ০৭, ২০২৪, ১২:২৫ দুপুর
ছবি সংগৃহীত
ভোটার উপস্থিতি নিয়ে চিন্তা করছেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, আমার দায়িত্ব ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না এটা আমার দায়িত্ব না।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৩৮ মিনিটে ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
সিইসি বলেন, ভোটারের উপস্থিতি কম কি বেশি এ সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটি দিয়েছি।
সহিংসতার শঙ্কায় ভোটার উপস্থিতি কম হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি এগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা করছি না। আমার দায়িত্ব ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না। সহিংসতা হবে কি, হবে না, এটা দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভোটের প্রতি মানুষের আস্থা ফিরবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না।’