ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রস্তুত জয়পুরহাটের ৫ হাজার ৪২৬ কর্মকর্তা

নিউজ ডেক্স

 প্রকাশিত: জানুয়ারী ০৩, ২০২৪, ০৫:৩০ বিকাল  

ছবি সংগৃহিত

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জয়পুরহাটের ২ টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনের জন্য প্রস্তুত জেলার ৫ হাজার ৪২৬ ভোট গ্রহন কর্মকর্তা। ইতোমধ্যে প্রশিক্ষনও শেষ হয়েছে এসব ভোট গ্রহন কর্মকর্তাদের। 

তপসিল অনুযায়ী আগামী ৭ জানয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে  ইতোমধ্যে জয়পুরহাট-১ ও ২ আসনের জন্য  ৫ হাজার ৪২৬ জন ভোট গ্রহন কর্মকর্তা নিয়োগ করার পাশাপাশি তাদের প্রশিক্ষনও শেষ হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপারসহ অন্যান্য ভোট গ্রহন উপকরণ সরবরাহ করা হয়েছে। ভোট গ্রহনের আগের দিন কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের কাছে ভোট গ্রহন উপকরণ বুঝিয়ে দেওয়া হবে এবং শুধুমাত্র ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম। 

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এলাকায় আইনশৃংখলা স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য জেলার পাঁচ উপজেলাতেই বিজিবি’র ক্যম্প স্থাপন করা হয়েছে। প্রতি উপজেলার জন্য ২ প্লাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। 

এ ছাড়াও কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করবে এবং ভোট কেন্দ্রে কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে জন্য  প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর আলাদা আলাদা স্ট্রাইকিং ফোর্স  দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন