যুক্তরাষ্ট্রে সিটি ও স্টেট পার্লামেন্ট নির্বাচনে ১৩ প্রবাসীর জয়
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৮:২৫ রাত
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রে স্থানীয় সরকার পর্যায়ের সিটি কাউন্সিল ও স্টেট পার্লামেন্ট নির্বাচনে ১৩ প্রবাসী বাংলাদেশি জয়ী হয়েছেন। সম্প্রতি দেশটির বিভিন্ন সিটি ও স্টেটে অনুষ্ঠিত এ নির্বাচনে সিনেটর, কাউন্সিলর অ্যাট লার্জ ও কাউন্সিলর পদে লড়েন তারা।
বিজয়ীরা হলেন— ভার্জিনিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর পদে সাদ্দাম সেলিম, ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ পদে নীনা আহমেদ, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ, মিলবোর্ন সিটি কাউন্সিলর পদে নুরুল হাসান ও সালাহউদ্দিন মিয়া।
এছাড়া হাডসন সিটিতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার, রনী ইসলাম এবং সুপারভাইজার পদে আব্দুস মিয়া জয় পেয়েছেন। অপরদিকে মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র হিসেবে কামরুল হাসান এবং কাউন্সিলর পদে জয় পেয়েছেন মোহতাসিন সাদমান।
আরও পড়ুনঃ যেসব কাজ বাকি তার জন্য নৌকায় ভোট চাই: শেখ হাসিনা
পেনসিলভেনিয়া স্টেটের হ্যাটফিল্ড টাউনশিপে কমিশনার পদে জয়ী হয়েছেন শহিদুল ইসলাম পার্থ এবং ল্যান্সডেল বরো কাউন্সিলওম্যান হয়েছেন রাফিয়া রাজ্জাক।
প্রবাসীদের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা লাবলু আনসার, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, কানেকটিকাট স্টেটের সিনেটর মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল খান এবং মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন
এছাড়া নীনা আহমেদকে অভিনন্দন জানিয়েছে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া’।