ভারতে নেওয়া হল আহত পুলিশ সদস্য রাজ্জাককে
প্রকাশিত: নভেম্বর ০৯, ২০২৩, ০৮:৩৬ রাত
পুলিশের নায়েক আব্দুর রাজ্জাক
বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে আহত পুলিশের নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মহিদ উদ্দিন জানান, দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেবেন রাজ্জাক। সেজন্য বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন।
তার আগে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাজ্জাককে দেখে আসেন বলে মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
আরও পড়ুনঃ কুমিল্লায় ৫০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর পর কাকরাইলে দলটির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
সংঘর্ষের মধ্যে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হন রাজ্জাকসহ শতাধিক পুলিশ সদস্য। নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক।
মাথার খুলি ফেটে যাওয়ায় সেদিনই তার অস্ত্রোপচার হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয় তাকে।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন
ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ৫৫ বছর বয়সী রাজ্জাকের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।