ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

কাল থেকে কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী লালন উৎসব শুরু

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ১১:৩০ রাত  

ছবি সংগৃহীত

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়ায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব ও গ্রামীণ মেলা।

ফকির লালন শাহের মাজারের ভেতরে আখড়ায় বাড়িতে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা। বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরও নানা আয়োজন। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

আরও পড়ুনঃ "ফুঁ" দিয়ে বরকত বাড়ানো চক্র হাতিয়ে নেয় লক্ষ টাকা,অবশেষে আইনশৃখলা বাহিনীর হাতে ধরা

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে এই উৎসবকে ঘিরে লালন আঁখড়া এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহতেশাম রেজা বলেন, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সন্ধ্যায় উদ্বোধনী দিনের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিব জানান, লালন উৎসবে আসা হাজারো মানুষের নিরাপত্তা দিতে তিনস্তরের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।