ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

৩৫তম জাতীয় কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার বাহিনী

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০১:৪৩ দুপুর  

ছবি সংগৃহীত

গত ০৯/১০/২৩ খ্রিস্টাব্দে ঢাকার পল্টনস্হ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৫ তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৯ম জাতীয় নারী কুস্তি প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরুষ বিভাগের প্রতিযোগিতায় মোট ১০টি পদকের মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ এবং মেয়েদের বিভাগে ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ জিতেচ্যাম্পিয়ন হয়।
 
 
ছবি সংগৃহীত
 
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া) জিয়াউল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, আনসার কর্মকর্তা রায়হান ফকির সহ রেসলিং ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।