ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

পেশাদারিত্বের সাথে পূজা ও নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করলেন আনসার মহাপরিচালক

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১০:১৭ রাত  

ছবি সংগৃহীত

অদ্য ২৫.০৯.২০২৩ খ্রিস্টাব্দ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয় রংপুর রেঞ্জের পাঁচটি ইউনিট (২টি ব্যাটালিয়ন ও ৩টি জেলা কার্যালয়) পরিদর্শন করেন। সম্মানিত মহাপরিচালক মহোদয় ০৯৪৫ ঘটিকায় ২৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর, লালমনিরহাটে উপস্থিত হয়ে গার্ড সালাম গ্রহণ করেন। অতঃপর তিনি দরবারে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্য-সদস্যাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। উক্ত দরবারে ২৮ আনসার ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার কর্মকর্তাগণ ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যারাও অংশগ্রহণ করেন। ব্যাটালিয়ন সদর দপ্তরের অভ্যন্তরে তিনি একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর সম্মানিত মহাপরিচালক মহোদয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, লালমনিরহাট পরিদর্শন করেন। 

No photo description available.

তিনি ১৬৩৫ ঘটিকায় ১ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর, ঠাকুরগাঁও উপস্থিত হলে তাঁকে গার্ড সালাম প্রদান করা হয়। তারপর তিনি দরবারে অংশগ্রহণ করেন এবং কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসারবৃন্দ ও সদস্য-সদস্যাগণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর সম্মানিত মহাপরিচালক মহোদয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ঠাকুরগাঁও এ চলমান ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।

May be an image of 10 people

সর্বশেষে সম্মানিত মহাপরিচালক মহোদয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পঞ্চগড় পরিদর্শন করেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ ও ভিডিপি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।