পদোন্নতি পেলেন আনসারের ২৮ কর্মকর্তা
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:০৬ রাত
সংগৃহীত ছবি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২৮ জন কর্মকর্তা সহকারী পরিচালক (এডি) থেকে উপপরিচালক (ডিডি) পদে পদোন্নতি পেয়েছেন। তারা সবাই ৩৬তম বিসিএস–এর কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জোসেফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (আনসার) ক্যাডারের নিম্ন বর্ণিত কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল, ২০১৫–এর ষষ্ঠ গ্রেডের বেতনক্রমে উপপরিচালক/জেলা কমান্ড্যান্ট/ব্যাটেলিয়ান অধিনায়ক/সমমানের পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—আনসার সদর দপ্তরের আনোয়ার হোসেন সরকার, জাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, মো. মনিরুজ্জামান, মোতালেব হোসেন, ফরিদা ইয়াসমিন, এ.বি.এম ফরহাদ এবং গাজীপুর আনসার একাডেমির বিউটি আক্তার, শাহজালাল ছোয়াদ, সাদ্দাম হোসেন।
এছাড়া র্যাব-১৪-এর আনোয়ার হোসেন, র্যাব-৩-এর আরিফুর রহমান, র্যাব-১০-এর আমিনুল ইসলাম, র্যাব-৮-এর রবিউল ইসলাম এবং ৩৫ আনসার ব্যাটালিয়নের রাশেদুল ইসলাম, ৩৯ আনসার ব্যাটালিয়নের শরিফুল ইসলাম, ৩৬ আনসার ব্যাটালিয়নের প্রদীপ চন্দ্র দত্ত, ৩১ আনসার ব্যাটালিয়নের সোনিয়া বেগম, ৩৫ আনসার ব্যাটালিয়নের আরিফুর রহমান, ১৮ আনসার ব্যাটালিয়নের সোহাগ পারভেজ।
এছাড়া আরও রয়েছে— খাগড়াছড়ি জেলার শহীদুল ইসলাম, ঝিনাইদহ জেলার সোহাগ হোসেন, বরিশাল জেলার বাসুদেব ঘোষ, জামালপুর জেলার মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলার ফয়জুল বারী, বগুড়া জেলার কাউসার জাহান, বাগেরহাট জেলার মাজহারুল ইসলাম ভূঁইয়া, বান্দরবান জেলার মো. নুরুজ্জামান।