ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে নিয়ে এসেছেন শেখ হাসিনা : ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ১১:৫৮ রাত  

ছবি সংগৃহীত

পাবনা, ২২ সেপ্টেম্বর, ২০২৩ : জাতীয় সংসদের  ডেপুটি স্পিকার  মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, অনেক মেধা ও শ্রম দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তিনি  বলেন, প্রধানমন্ত্রী সোনার বাংলা বিনির্মাণের পথ প্রশস্ত করেছেন।পাবনা জেলার সাঁথিয়ার থানা পাড় সংলগ্ন ইছামতি নদীতে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


শামসুল হক টুকু আরো বলেন, সারা বিশ্বে যেখানেই নির্যাতন হোক তার বিরুদ্ধে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আপামর জনতার নেত্রী । জননেত্রীর জন্মদিনকে সামনে রেখে প্রতি বছর কৃষক বিনোদন ও নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা প্রতীক বঙ্গবন্ধুর, নৌকা জননেত্রী শেখ হাসিনার,নৌকা এদেশের কৃষক, যুবক, মাঝি-মাল্লা ও উন্নয়নের প্রতীক।


তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো আমাদের একজন নেতা ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে  পেরেছি। একইভাবে শেখ হাসিনা জীবিত ছিলেন বলেই দেশ আজ ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের মহাসড়কে ওঠেছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দিনে আবারো নৌকার পক্ষেই জনগণ রায় দিবে।

 
সাথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাবনা  জেলা প্রশাসক মুহাম্মদ আসাদুজ্জামান, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, বেড়া পৌর চেয়ারম্যান এস. এম. আসিফ রঞ্জন শামস প্রমুখ উপস্থিত ছিলেন।