ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

রাজধানীতে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ০৬, ২০২৪, ১২:১১ রাত  

রাজধানীর গোপীবাগে দাউ দাউ করে জ্বলতে থাকা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে লাগা আগুন সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য বলছে, এই অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছে। তবে, আহতের সংখ্যা জানাতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান অনলাইনকে আগুনের তথ্য নিশ্চিত করেছেন। জানতে চাইলে বলা হয়, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আজ রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ওই ট্রেনের চারটি বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১০টা ২২ মিনিটে ইউনিটগুলোর মধ্যে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি, খিলগাঁওয়ের দুটি এবং হেড কোয়ার্টার থেকে তিনটি ইউনিট কাজ করে।