ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

দুই ঘণ্টার ব্যবধানে ঢাকায় ৩ বাসে আগুন

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:৪২ দুপুর  

সংগ্রহীত ছবি

রাজধানীতে পৃথক তিনটি ঘটনায় শনিবার (২৩ ডিসেম্বর) রাতে দুই ঘণ্টার ব্যবধানে গুলিস্তান, মিরপুর ও কলাবাগান এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার রাত ৯টা ১৯ মিনিটে গুলিস্তান টোর প্লাজার সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর মিরপুর ১৩ নম্বরে রাত সাড়ে ১০টার দিকে ট্রাস্ট পরিবহনের একটি বাসে এবং রাত ১১টার দিকে কলাবাগানে মিরপুর মেট্রো সার্ভিস নামে অপর একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা।

তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে দ্রুত প্রত্যেক ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।