ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় নির্বাচন ২০২৪

সংসদ নির্বাচন: দুই বিভাগে যাচ্ছে সিইসি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:১০ দুপুর  

ছবি সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রাজশাহী ও রংপুর দুই বিভাগে মাঠ পর্যায়ের সকল প্রশাসনদের সাথে মতবিনিময় সভা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এক্ষেত্রে ১৯ ও ২০ ডিসেম্বর যথাক্রমে রংপুর ও রাজশাহীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। নির্বাচন কমিশনের একাধিক উর্ধতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

ইসি কর্মকর্তা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। তবে আমাদের (নির্বাচন কমিশন) যে দশটি অঞ্চল ভাগ করা আছে তার মধ্যে দুটি অঞ্চল রংপুর ও রাজশাহী তে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।অন্য ৮ অঞ্চলের সিদ্ধান্ত ধাপে ধাপে চূড়ান্ত করা হবে।

খসড়া ভ্রমণ সূচি অনুযায়ী,আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে  মতবিনিময় সভায় ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায়,২২ ডিসেম্বর (শুক্রবার) যশোরে, ২৩ ডিসেম্বর (শনিবার) বরিশাল, ২৪ ডিসেম্বর (রবিবার) ময়মনসিংহ, ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) সিলেট, ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) কুমিল্লা এবং ৩০ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (সিইসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে মাঠ পর্যায়ে অন্য চার নির্বাচন কমিশনার নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করে এসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ প্রশাসনে বড় ধরনের রদ-বদলের সিদ্ধান্ত নিয়ে ওসি,ইউএনও এমনকি ডিসিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।