ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

জাতীয় নির্বাচন ২০২৪

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪৬ জন, বাতিল ৫০ জনের

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৫:২৮ বিকাল  

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়। শেষ হয় বিকেল ৪টায়।

চতুর্থ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন। আবেদন নামঞ্জুর হয়েছে ৫০ জনের। আর সিদ্ধান্ত হয়নি তিন জনের।

গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আপিল শুনানিতে চার দিনে মোট ২১৪ জান প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১৬০ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি।

এর মধ্যে প্রথম দিনে ৯৪ জন প্রার্থীর আপিল শুনানি হয়। এর মধ্যে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান এবং ৩২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়। দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান এবং ৪১ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়। তৃতীয় দিনে ৯৮ জনের আপিল শুনানি হয়। এরমধ্যে ৬১ জন প্রার্থিতা ফিরে পান এবং ৩৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ৭৪৭ স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ৫৬১ জন প্রার্থী আপিল করেন। আপিল শুনানি চলছে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।