বিএনপি-জামায়াতের অবরোধ
বিএনপির সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে : কাদের
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৪:০৫ দুপুর
ছবি সংগৃহীত
বিএনপির সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সহিংসতা ও ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, এটা তাদের ভুল ধারণা। হামলা-সহিংসতার কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পক্ষে নই। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকলে, এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।