ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

বৃষ্টি বাগড়ায় খেলা শুরুতে বিলম্ব

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ০৮, ২০২৩, ১১:০৭ দুপুর  

ছবি সংগৃহীত

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা এখনও মাঠে গড়ায়নি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছে।

আপাতত বৃষ্টি না থাকায় কাভার সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা এখনও হয়নি। তৃতীয় দিনেও মিরপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরছে। তৃতীয় দিনে ৯৮ ওভার বল মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির প্রবণতা আজ (৮ ডিসেম্বর) কমে যাবে। এরই মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের আকাশ মেঘমুক্ত হওয়া শুরু করেছে। দুপুরের পর ঢাকায়ও বৃষ্টি কমে যাবে।

এর আগে প্রথম দিন, টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ঘূর্ণিতে ৫ উইকেট ৫৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা।