ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আবারো বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল, জনমনে শঙ্কা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৯:৪৯ সকাল  

ফাইল ছবি

সরকার পতনের একদফা দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৯ নভেস্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির পাশাপাশি জামায়াতও একইসময় দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে দেশের রাজনৈতিক অঙ্গণে দেখা দিয়েছে অস্থিরতা।হরতাল, অবরোধ, পরিবহণে অগ্নিসংযোগসহ হত্যা, খুনের ঘটনাও ঘটছে। ফলে নষ্ট হচ্ছে দেশের সম্পদ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাইতো সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকন্ঠা।

এদিকে হরতালের আগে শনিবার রাতে রাজধানীতে ৪ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফলে জনমনে দেখা দিয়েছে শঙ্কা।

এদিকে হরতালের আগের রাতে অনেকটা গণপরিবহণ শূন্য হয়ে পড়ে রাজধানী ঢাকা। নগরীর আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, মিরপুর, গুলিস্তান, পল্টন, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, বনানী, মালিবাগ, মগবাজার, রামপুরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। গণপরিবহণের অভাবে ব্যাপক ভোগান্তিতে পড়েন নগরবাসী।

দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতালের সময় বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দেন তারা।

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, হরতাল-অবরোধ উপেক্ষা করে রোববার ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি।