ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিএনপি-জামায়াতের অবরোধ

প্রতি স্টপেজে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১১:৩৩ রাত  

ছবি সংগৃহীত

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ প্রতিরোধে যাত্রীদের ছবি তুলে রাখতে মালিক শ্রমিকদের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ নভেম্বর) রাতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, আমরা মালিক শ্রমিকদের বলেছি তারা যেন যাত্রীদের ছবি তুলে রাখে। এছাড়াও আমরা আরও বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছি।
ডিএমপির বাকি নির্দেশনাগুলো হলো:

১। স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২। স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না।

৩। বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে।

৪। রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫।  চালক ও সহকারী কখনই একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না।

৬। ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

৭। সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না।

৮। রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে।

৯। বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিক পক্ষ থেকে চালক ও সহকারীদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।

১০ । এছাড়া যাত্রীদের জন্য সতর্কতামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।

রোববার সকালে ফায়ার সার্ভিসের জানায়, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ৮টি বাসে আগুন দিয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৭টি বাসে আগুন দেওয়া হয়।