ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিএনপি-জামায়াতের অবরোধ

আট দিনে ডিএমপিতে ৮৯ মামলা, গ্রেপ্তার ২১৭২

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৩, ০৬:০৫ বিকাল  

ছবি সংগৃহীত

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে রাজধানীতে ইতিমধ্যে ৮৯টি মামলা হয়েছে। মহাসমাবেশ ঘিরে সহিংসতা, নাশকতা, পুলিশকে মারধর, পুলিশ সদস্য হত্যা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় দুই হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতাকর্মী বলে দাবি করছে দলটি।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

আরও পড়ুনঃ নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ-র‌্যাব-বিজিবি-আনসার

এর মধ্যে পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা, সেখানে ছয়টি মামলা করা হয়েছে। 

অধিকাংশ মামলার বাদী পুলিশ। এসব মামলায় ৪ তারিখ পর্যন্ত দুই হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন