ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রোব-সোম জামায়াতের অবরোধ, শুক্রবার নিহত ও আহতদের দেশব্যাপী দোয়া

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩, ০৮:১৯ রাত  

ছবি সংগৃহীত

আগামী রবিবার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জামায়াত। এর আগে সারাদেশে ফের দু’দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ রাতে জামায়াত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে এই অবরোধ কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণার মধ্য রয়েছে, অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ৩ নভেম্বর শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠান। ৫ নভেম্বর রবিবার ভোর ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি ঘোষণা

আরও পড়ুনঃ রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

এর আড়ে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে হামলা, হত্যার প্রতিবাদে ২৯ অক্টোবর হরকাল পালন করে বিএনপি। একিসময় জামায়াতও হরতাল পালন করে।  এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ দেয় বিএনপি ও জামায়াত। আজ সেই কমসূচি শেষে আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিল সংগঠন ২ টি। 

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন