ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

হরতালের নামে যানচলাচল ব্যাহত করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ১১:৪৮ রাত  

ছবি সংগৃহীত

রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। হরতালের নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন ও সাধারণের যানচলাচলে ব্যাহত করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আরও পড়ুনঃ ঢাকায় কয়েকটি স্থানে বাসে আগুন

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। এই মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়।

সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।

বিএনপি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে কাল সারা দেশে হরতাল কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির হরতালে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

জামায়াতে ইসলামীও এক বিবৃতিতে কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন