সচিবালয় এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০১:২৯ দুপুর
ছবি সংগৃহীত
রাজধানীতে আজ দেশের বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে পুরো ঢাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। বাদ যায়নি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় এলাকা। সচিবালয়ের খুব কাছেই দুটি সমাবেশ হতে যাচ্ছে।
বিএনপির সমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আর সচিবালয় থেকে অদূরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। সরেজমিনে সচিবালয় এলাকায় ঘুরে কঠোর নিরাপত্তা বলয় দেখা গেছে।
সচিবালয়ের সামনে মূল গেটে র্যাবের কয়েকটি গাড়ি দেখা গেছে, র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। জিরো পয়েন্ট মোড়ে পুলিশের অবস্থান রয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে সচিবালয়ের পশ্চিম পাশে পুলিশের অবস্থান রয়েছে, ফায়র সার্ভিসের গাড়িও দেখা যায়।
আরও পড়ুনঃ শাপলা চত্বরে নয় আরামবাগে জড় হয়েছে জামায়াত-শিবির কর্মী
নিরাপত্তার দায়িত্বে থাকা র্যাবের এক কর্মকর্তা বলেন, আমরা সকাল থেকে সচিবালয় এলাকায় টহলে রয়েছি। সচিবালয় ও তার আশপাশের এলাকায় যেকোনো ধরনের নিরাপত্তায় তৎপর রয়েছি।
এদিকে, সকাল থেকে ঢাকার সবগুলো প্রবেশমুখেও করা হচ্ছে তল্লাশি। বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন