ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, দলে ফিরেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০২:১১ দুপুর  

ছবি সংগৃহীত

টসঃ ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণে বোলিং করবে বাংলাদেশ।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কায়মনোবাক্যে প্রার্থনা করছিলো, যেন আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জেতে বাংলাদেশ। তাহলে প্রোটিয়াদের ব্যাটিং সয়লাব থামাতে পারবে সাকিব আল হাসানরা।

আরও পড়ুনঃ পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

সাকিব ফেরায় বাংলাদেশের বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। অন্য দুই স্পিনার নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগের দায়িত্বে হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে জেতা একাদশে একটি পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা। হাঁটুতে কিছুটা অস্বস্তি থাকায় খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। তার জায়গায় নেওয়া হয়েছে লিজাড উইলিয়ামসকে।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ডরিকস। রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কুটসিয়া, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন