ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

দুর্গাপূজা ২০২৩

বিজয়া দশমী আজ, দেবী ফিরবেন কৈলাশে

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ১২:৪১ দুপুর  

ছবি সংগৃহীত

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আজ বিজয়া দশমী। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।দশমীতে আজ মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবীদুর্গা। আর পেছনে ফেলে যাবেন ভক্তদের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু। 

প্রতিমা বিসর্জনের মাধ্যমে আগামী বছর দুর্গার প্রত্যাবর্তন কামনা করে ভক্তরা তাদের অশ্রুভরা চোখে মা এবং তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে বিদায় জানাবেন। 

আরও পড়ুনঃ টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার ৪২০ মন্ডপে প্রধানমন্ত্রীর ১২ লাখ ৬০ হাজার টাকার অনুদান

বিজয়া দশমী-মানুষের মধ্যে শান্তি ও সুসম্পর্ক পুনপ্রতিষ্ঠার বিশেষ অনুষ্ঠান। এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে দেখা করেন এবং মিষ্টি বিনিময় করেন। এ উপলক্ষে বিবাহিত হিন্দু নারীরা পরস্পরের কপালে সিঁদুর পরিয়ে দেন।

সারাদেশে ৩২ হাজার চারশ' আটটি মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন