ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিএনপির সমাবেশ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৫:৫৭ বিকাল  

ছবি সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবার বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী ২৮ অক্টোবর রাজধানীতে এ মহাসমাবেশের ডাক দিয়েছে। এর বাইরেও পূজায় সার্বক্ষণিক নিরাপত্তাসহ বেশ কয়েকটি ইস্যুতে এ বৈঠক করেন তারা।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে এ সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তিনি জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে। সেখানে অনেক লোক নিয়ে আসবে। তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।এর উত্তরে আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই।

আরও পড়ুনঃ ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ

পরে আবার পিটার হাস জানতে চান, রাজধানীর এ সভাকে কেন্দ্রে করে সড়কে প্রতিবন্ধকতা থাকবে কিনা।তখন পিটার হাসকে বলা হয়েছে. রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাধা দেয়া হবে না।

তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চায় বলে বৈঠকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন