ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ১২:২৩ রাত  

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র যে সতর্কতা জারি করেছে তা তাদের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। কেউ কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেয় এবং এসব হয়তো সে উদ্যোগেরই অংশবিশেষ। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভ্রমণ বিষয়ে একটি সতর্কতা জারি করেছে, এটা তাদের বিষয়। তারা সমসাময়িক বিভিন্ন দেশে এমন ভ্রমণ সতর্কতা তাদের নাগরিকদের জন্য জারি করে। কারণ তাদের নাগরিকদের দায়বদ্ধতা নিতে চায় না। যদি কোনো অঘটন ঘটে, যেন কেউ দোষী করতে না পারে। এটা তাদের বিষয়, এখানে আমাদের কিছু করার নেই।

বাংলাদেশ খুব শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের রাস্তাঘাটে কাউকে গুলি করে মারা হয় না। অনুষ্ঠানে, শপিং মলে, রেস্তোরাঁ বা স্কুলে কাউকে গুলি করে মারা হয় না। এ ধরনের উদাহরণ খুব কম দেশেই আছে। সুতরাং এখানে কারো কোনো ভয়ের কারণ নেই। বরং আমাদের দেশের নাগরিকরা যখন অন্যান্য দেশে যায়, কখনো কখনো সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। আমাদের দেশে যারা আছে, আমরা তাদের সেফটি ও সিকিউরিটি (সুরক্ষা ও নিরাপত্তা) নিশ্চিত করছি এবং করব। তিনি বলেন, যারা মানবতার এজেন্ট হিসেবে কাজ করে, তারা এখন মানবতাকে হত্যায় শামিল হয়েছে। এত মানুষ মারা যাচ্ছে, সবাই নিশ্চুপ।

তাদের মানবতা আসলে প্রশ্নবিদ্ধ। আমরা যুদ্ধ চাই না। আমরা ১১ লাখ লোককে আশ্রয় দিয়েছি। আর ফিলিস্তিনে লাখ লাখ লোককে বিতাড়িত করছে। এটা মানবতার জন্য লজ্জাজনক। ফিলিস্তিনের জনগণের সঙ্গে আমরা সব সময় ছিলাম, আছি। আমাদের সামর্থ্য কম, কিন্তু আমাদের মানসিক সমর্থন ফিলিস্তিনের প্রতি বলেও জানান তিনি।