আফগানদের অল্পতেই গুটিয়ে দিলো বাংলাদেশ
প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৩, ০২:০৭ দুপুর
ধর্মশালার উইকেটে বাড়তি সুবিধা পাবেন পেসাররা, এমন ধারণা থেকেই তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। নতুন বলে, সকাল বেলায়ও বাড়তি কোনো সুবিধা পাননি তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা।
মাঠে নেমে উইকেট পড়তে অবশ্য সাকিবের খুব বেশি সময় লাগেনি। ফলে পাওয়ার প্লেতেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। তাতেই সফল। সাকিব-মিরাজের ঘূর্ণিতে শেষ পর্যন্ত মাত্র ১৫৬ রানে আটকে গেল আফগানরা।
এর আগে, ধর্মশালায় টসে হেরে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের ওপর শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়ার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। ৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান।
তবে মাত্র ৪৭ রানে আফগানিস্তান হারিয়েছিল তাদের প্রথম উইকেট। সাকিব আল হাসানের হাত ধরে সেই থেকে শুরু। এরপর আফগানদের টুটি চেপে ধপরা বোলিংয়ের পাশাপাশি নিয়মিত উইকেটপতনের মাধ্যমে সেই ইনিংস গিয়ে থামে ১৫৬ রানে। শরিফুল ইসলামের হাত ধরে যবানিকাপাত হয়েছে আফগানদের ইনিংস। সেই মোতাবেক জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য মাত্র ১৫৭ রান।