ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

৬ ইউকেট হারিয়ে চাপে আফগানিস্তান

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৩, ০১:২৩ দুপুর  

ছবি সংগৃহীত

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে ১২৬ রান করেছে ৬ ইউকেট হারিয়ে। 

সাকিব ১৭ রানে ৩ ইউকেট নিয়েছে।

দলীয় ২৪.৪ ওভারে ব্যক্তিগত ৫.৪ ওভারে অধিনায়ক হাশমতউল্লাহ জাহিদীকে প্যাভিলিয়নের পথ ধরান মিরাজ। মিরাজের ওভার শেষ করেই বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। তিনি ২৫.২ ওভারে সেট ব্যাটার গুরবাজকে আউট করেন। গুরবাজ হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে ছিলেন। দলীয় ১১২ রানে তিন ও চার নম্বর উইকেটের পতন ঘটে।

মিরাজের বল তুলে মেরে ব্যাটের কোনায় লেগে ক্যাচ উঠে যায়। অফ স্টাম্পের বাইরের লাইনে করেছিলেন মিরাজ, টেনে মারার চেষ্টা ছিল শহীদির। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক করতে পারেননি, যেভাবে খেলতে চেয়েছিলেন পারেননি সেটিও। আবার উঠেছে ক্যাচ। সেটি নিয়েছেন হৃদয়। আফগান অধিনায়ক এমন বাজে শর্ট খেলে মেজাজ হারিয়ে মাঠেই ব্যাট, গ্লাভস ছুড়ে ফেলেন।

৩৭ বলে ১৮ রান। মাঝে দুটি চার মারলেও নিজের মাথায় চাপ নিয়ে নিয়েছিলেন আফগান অধিনায়ক।  এরপর গুরবাজ ৬৮ বলে ৪৭ রান করে ফিজের শিকার হয়ে মাঠ ছাড়েন।