ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৩, ০৭:১৪ বিকাল
ছবি সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, ভূটান ও চীনে অনুভূত হয়েছে এর কম্পন।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর মৃদু ভূমিকম্প অনুভূত হয় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। টাঙ্গাইলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।