ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল, দেখুন কারা আছে এবারের দল
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৮:৩০ রাত
ছবি সংগৃহীত
বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আজ রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। জার্সি হাতে খেলোয়াড়েরা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
ডাক পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ। তবে জায়গা হয়নি ওপেনার তামিম ইকবালের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাবেক অধিনায়ক মাশরাফি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে বৈঠক করার পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে ছেড়ে দেন অধিনায়কত্ব।
পিঠের চোট থেকে সেরে ওঠার জন্য এশিয়া কাপের দলে ছিলেন না তিনি। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রায় আড়াই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন তামিম। ব্যাটিং করার সুযোগ পান দ্বিতীয় ইনিংসে, করেন ৫৮ বলে ৪৪ রান। এরপর ম্যাচশেষে তামিম জানান এখনো পিঠে অস্বস্তি অনুভব করেন তিনি।
এরপর বিসিবি সূত্র থেকে জানা যায় যে পুরোপুরি ফিট না হওয়া কোনো ক্রিকেটারকে রাখতে আগ্রহী না অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার রাতে বিসিবি সভাপতির বাসায় গিয়ে তার সাথে বৈঠকও করেছেন সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ডানহাতি পেসার এবাদত হোসেন চৌধুরী। অস্ত্রোপচার শেষে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। এ চোটের কারণে ২০২৪ সালের বিপিএলে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। এ আসর দিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব এবং মুশফিক, রিয়াদের যা চতুর্থ বিশ্বকাপ।
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। তার আগে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।
একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।