ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৫:২৫ বিকাল  

ছবি সংগৃহিত

গুঞ্জন ও নানা সূত্রের খবরে বিষয়টা অনেকটা এভাবে প্রচার হয়েছিল— আনফিট তামিম ইকবালকে বিশ্বকাপে চান না অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে। অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা দেশসেরা ওপেনারকে ছাড়াই টাইগার স্কোয়াড গড়া হয়েছে।

একটু আগে জানা গেছে, পুরোপুরি ফিট না হওয়ায় তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেনতামিম। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাবেক অধিনায়ক মাশরাফি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে বৈঠক করারপর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে ছেড়ে দেন অধিনায়কত্ব। পিঠের চোট থেকে সেরে ওঠার জন্য এশিয়া কাপের দলেছিলেন না। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রায় আড়াই মাস পর ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে।

 

সেখানে ভালো করলেও ম্যাচের পর জানান, এখনও পিঠে অস্বস্তি বোধ করছেন। পুরোপুরি ফিট না হওয়ায় তামিমকে দলে রাখতেঅনিচ্ছুক কোচ-অধিনায়ক।  নিয়ে বিসিবির সাথে তাদের বৈঠকও হয়। শেষপর্যন্ত তামিমকে ছাড়াই সাজানো হলো বিশ্বকাপস্কোয়াড।

কিছুক্ষণের মধ্যে স্কোয়াড ঘোষণা করবেন বিসিবি....