তৃতীয় ম্যাচেও বৃষ্টির বাধা
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০২:১২ দুপুর
ছবি সংগৃহীত
অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বৃষ্টির জন্য এখনো ম্যাচ শুরু করা যায়নি খেলা। মাঠে নামার ২-৩ মিনিট পূর্বে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়।
যদিও আবাহাওয়া ফোরকাস্ট বলছে বৃষ্টি খুব একটা সমস্যা হবে এই ম্যাচের জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত পিচের উপর কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে জাকির হাসানের। অভিজ্ঞ এই ওপেনার এর আগে টেস্ট ও টি-২০ খেললেও এবারই প্রথম জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলবেন।
বাংংলাদেশ দলের একাদশে পরিবর্তন এসেছে চারটি। শান্ত ছাড়াও একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম। আগের ম্যাচের একাদশে থাকা তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান নেই এই ম্যাচের একাদশে।
নিউজিল্যান্ডের একাদশে এসেছে দুটি পরিবর্তন। চাড বোজ ও কাইল জেমিসনের জায়গায় সুযোগ পেয়েছেন ডিন ফক্সক্রফট ও অ্যাডাম মিলনে।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকঞ্চি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।