ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

গরমে পুড়ছে দেশ, সুখবর দিলো আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১১:২৪ দুপুর  

দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। রবিবার তাপপ্রবাহের আওতা আরও বেড়েছে। দিনভর ঢাকায় ছিল রোদের দাপট। তাই গরমে কষ্ট পাচ্ছিলেন নগরবাসী।

তবে রাত সাড়ে ৮টার আগে হঠাৎই ঢাকার আকাশে বিজলির চমক। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। মেঘের গর্জনের সঙ্গে শুরু হয় বৃষ্টি। ঠান্ডা বাতাস এবং বৃষ্টিতে তাৎক্ষণিক স্বস্তি নেমেছে নগরে। তবে অল্প কিছুক্ষণ পরেই কমে যায় বৃষ্টির তীব্রতা। শনিবার দেশ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার তা আরও বেড়ে হয় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর কিশোরগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ফেনী, ও কুমিল্লা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অনেক জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশ ছিল বৃষ্টিহীন। তবে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।