ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ

গাজায় ইসরায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জাতিসংঘ বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৪, ১১:০৫ দুপুর  

ছবি সংগৃহীত

ইসরায়েল গাজায় ‘অবিরাম’ বোমাবর্ষণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। এই হামলায় প্রতিবেশী গাজা ভূখন্ড একবারে সমতলে পরিণত হয়েছে এবং হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃহস্পতিবার জাতিসংঘের একজন মানবাধিকার বিশেষজ্ঞ এই কথা বলেছেন।

ফিলিস্তিনি ভূখন্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক একজন ইতালীয় আইনজীবী ফ্রান্সেস্কা আলবানিজ এই মন্তব্য করেছেন। তিনি এমন সময় এমন মন্তব্য করলেন, যখন দক্ষিণ আফ্রিকার দায়ের করা জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে ইসরায়েল একটি মামলার মুখোমুখি হয়েছে।
মাদ্রিদের এক সংবাদ সম্মেলনে আলবানিজ বলেছেন, ‘ইসরায়েল এমন অনেক কাজ করেছে যা অত্যন্ত বেআইনি, অত্যন্ত আইন লংঘনকারী।’

যদিও ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে আন্তর্জাতিক মানবিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে।’তিনি বলেন, ‘যে সমস্ত লোক সক্রিয়ভাবে যুদ্ধে জড়িত নয়, বেসামরিক, যুদ্ধবন্দী এবং অসুস্থ ও আহতদের রক্ষার্থে তাদের আন্তর্জাতিক আইন মানতে হবে।’

আলবেনিজ বলেছেন, এর অর্থ হল যোদ্ধা এবং বেসামরিকদের মধ্যে পার্থক্য এবং বেসামরিকদের অত্যধিক ক্ষতি এড়াতে সামরিক আক্রমণগুলো সমানুপাতিকহারে নিশ্চিত করা।তিনি বলেন, ‘এর পরিবর্তে যা ঘটেছে তা হল অত্যন্ত জনাকীর্ণ এলাকায় ১শ’ দিনের নিরলস বোমা হামলা, প্রথম দুই সপ্তাহে প্রতি সপ্তাহে ৬ হাজার বোমা, ২ হাজার পাউন্ডের বোমা বর্ষণ।’

আলবেনিজ বলেছেন ‘বেশিরভাগ হাসপাতাল অকার্যকর করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রধান হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বোমা হামলা বা সেনাবাহিনী দখল করে নিয়েছে। মানুষ এখন শুধু বোমার কারণেই নয় বরং নিরাময়েরর জন্য পর্যাপ্ত স্বাস্থ্য অবকাঠামো না থাকায় মারা যাচ্ছে।তিনি বলেন, ‘প্রতিদিন যেসব শিশুর এক বা দুটি অঙ্গ কেটে ফেলা হয় তাদের সংখ্যা খুবই উদ্বেগজনক। এই যুদ্ধের প্রথম দুই মাসে ১ হাজার শিশুকে অ্যানাস্থেসিয়া ছাড়াই অঙ্গ কেটে ফেলা হয়েছে। এটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’  
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং স্থল আক্রমণে কমপক্ষে ২৪,৬২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের প্রায় ৭০ শতাংশ মহিলা, শিশু এবং কিশোর-কিশোরী।
বিশেষ র‌্যাপোর্টিয়ার জাতিসংঘের কর্মী নন কিন্তু জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক স্বাধীন বিশেষজ্ঞ যারা মানবাধিকার ক্ষেত্রগুলো পর্যবেক্ষণ করেন।

আলবেনিজ বলেছেন, তিনি হামাসের দ্বারা পরিচালিত সহিংসতার ‘দৃঢ় নিন্দা’ করেছেন, যা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধও হতে পারে। তবে ‘ইসরায়েল যা করেছে তা কিছুতেই সমর্থন করা যায় না’।
দক্ষিণ আফ্রিকা গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতে তাদের মামলা উত্থাপন করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সমর্থনে ইসরায়েল এটি প্রবলভাবে প্রতিহত করেছে।