ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

প্রাথমিক-মাধ্যমিক না পড়েই বিশ্ববিদ্যালয়ে!

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১২:১৫ রাত  

ছবি সংগৃহিত

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনুমোদন দিয়েছে সরকার। তা-ও আবার কোনো সাধারণ অনুষদে নয়, বিজ্ঞানের মতো কঠিন অনুষদে। অবিশ্বাস্য মনে হলেও এমনই ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে মিসরে। 

ওই ছাত্রের নাম ইয়াহিয়া আব্দুল নাসের মোহাম্মদ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনার ছাড়াই তাকে বিশ্ববিদ্যালয়ে পা রাখার ছাড়পত্র দেওয়া দিয়েছে মিসরীয় মন্ত্রিসভা।

আরও পড়ুনঃ আরব নেতারা গাজা ইস্যুতে ‘কার্যকর সিদ্ধান্ত’ নিয়েছেন : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

 ইয়াহিয়ার অসাধারণ বৈজ্ঞানিক দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে এই সুযোগ দেওয়া হয়েছে। এখন তার ভর্তির বিষয়ে মিসরের শিক্ষা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় তার সহযোগিতা করবে।

প্রাথমিক ও মাধ্যমিক ছাড়াই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়াটা ইয়াহিয়ার জন্য মোটেই সহজ ছিল না। ছেলের ব্যতিক্রমী গুণ দেখে এ বিষয়ে প্রথমে আবেদন করেন ইয়াহিয়ার মা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পুরোপুরি মূল্যায়নের পর ইয়াহিয়াকে এই সুযোগ দেওয়া হয়। পরে মিসরের শিক্ষা দপ্তর জানায়, অসাধারণ দক্ষতা ও মেধাবীদের অনুপ্রাণিত করতে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

বিজ্ঞানের ওপর ইয়াহিয়ার দখল যাচাইয়ে তার বেশ কিছু পরীক্ষা নেওয়া হয়েছে। এসবের মধ্যে যেমন ছিল মানসিক দক্ষতার পরীক্ষা তেমনি ছিল ভর্তি পরীক্ষাও। সব পরীক্ষায় নিজের অসাধারণ মেধার সাক্ষর রাখে ইয়াহিয়া। এত কিছুর পরই মিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ছাড়পত্র।

ইয়াহিয়ার অসাধারণ কৃতিত্বের পুরস্কার স্বরূপ ইয়াহিয়ার পরিবারকে একটি ফুল ফান্ডেড বৃত্তি দিয়েছে মিসরীয় মন্ত্রিসভা। ফলে সে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্র জেওয়াইল সিটিতে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন