ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আরব নেতারা গাজা ইস্যুতে ‘কার্যকর সিদ্ধান্ত’ নিয়েছেন : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১২:০৫ রাত  

ছবি সংগৃহিত

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, তিনি বিশ্বাস করেন, গাজার জনগণ যে ‘উচ্চ প্রত্যাশা’ রেখেছিল আরব নেতারা তা পূরণ করেছেন।

 শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসি ও আরব বিশ্বের দেশগুলোর সম্মেলন অনুুষ্ঠিত হয়। এই সম্মেলনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বের ৫৭ দেশের শীর্ষ সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব বিশ্বের দেশগুলো।

আরও পড়ুনঃ গাজায় ৩২ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব ও মুসলিম নেতারা প্রস্তাব গ্রহণ করেছেন। তারা ‘কার্যকর সিদ্ধান্ত’ নিয়েছেন এবং গাজায় অবরোধ ভাঙতে এবং উপত্যকায় খুব প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন।

তিনি বলেন, আরব নেতাদের গৃহীত সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘নিষ্ক্রিয়তার ওপর ফোকাস করেছে। বিশ্ব সম্প্রদায় গাজার জনগণের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির প্রতি চোখ বন্ধ করে রেখেছে। শান্তির মাধ্যমে ব্যতীত এই অঞ্চলে স্থিতিশীলতার কোনও সম্ভাবনা নেই এবং এটি কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই অর্জন করা যেতে পারে। তিনি বলেন, আরব নেতাদের মধ্যে ঐক্যবদ্ধ বার্তা হচ্ছে, যুদ্ধ এখনই বন্ধ করতে হবে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন