ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

এরদোয়ানের সাথে ফোনালাপে গাজা পরিস্থিতির ‘মারাত্বক অবনতির’ আশঙ্কা প্রকাশ পুতিনের

নিউজ ডেক্স

 প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০২:২৩ দুপুর  

ছবি সংগৃহিত

 রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সাথে ফোনালাপকালে অবরুদ্ধ গাজা পরিস্থিতির মারাত্বক অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ক্রেমলিন জানায়, এ সময় তারা ‘গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় এবং সেখানে মানবিক পরিস্থিতির বিপর্যয়কর অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।’বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান আবাসিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য’ হামলা নিয়েও আলোচনা করেন।

এ দুই নেতা বলেন, রাশিয়া এবং তুরস্কের অবস্থান কার্যত একই। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে তাদের মনোযোগ বেশি।ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়।গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো

ইসরায়েলের হামলায় ৫,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।এদিকে সোমবার পুতিন গাজায় অবাধে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।রুশ নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইরান ও আরব দেশগুলোর নেতাদের সাথেও কথা বলেছেন।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন