ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সৌদিতে কর্মরত গৃহকর্মীদের জন্য নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৩, ১২:২৯ রাত  

সংগৃহীত ছবি

সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। দেশটিতে কর্মরত কর্মীদের উন্নতির জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। গার্হস্থ্য কর্মীদের কাজের অবস্থা উন্নত করার জন্য সৌদির চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এ নির্দেশনা জারি করা হয়েছে। খবর গালফ নিউজের

গৃহকর্মী হিসেবে কাজ করতে হলে কমপক্ষে ২১ বছর বয়সী হতে হবে। কারণ সৌদি আরবের নতুন নির্দেশনা অনুযায়ী তারা অল্প বয়সীদের সুরক্ষার জন্য কাজ করবে। 

সৌদির অফিসিয়াল গেজেট উম্ম আল কুরায় নতুন এ নীতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে কর্মীদের কাজের দিনক্ষণ গ্রেগরি ক্যালেন্ডার অনুযায়ী গণনা করা হবে। এই নিয়মের ব্যত্যয় ঘটলে তা বাতিল করা হবে। কারণ সৌদি আরব কর্তৃপক্ষ কর্মীদের উন্নত সেবা প্রদান করতে চায়। 

নতুন আইন অনুযায়ী গৃহকর্মীরা সপ্তাহে একদিন ছুটি পাবেন এবং দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করতে হবে না। এছাড়া প্রোভিশন পিরিয়ড ৯০ দিনের বেশি হবে না বলে নতুন নীতিতে বলা হয়েছে।