বইমেলায় ভাবনার ‘কাজের মেয়ে’
প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৪, ০৩:১০ দুপুর
ছবি সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে এই অভিনেত্রীর। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়, ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, গুণে গুণান্বিত এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন ভাবনা। যে কোনো বিষয়েই নিজের মতামত কিংবা অনুভূতি প্রকাশ করতে ভোলেন না তিনি। এবার নতুন বইয়ের কথা জানালেন ভাবনা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর বেলায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাবনা। ক্যাপশনে কিছু সুন্দর লাইন লেখার পাশাপাশি হ্যাশট্যাগে লিখেছেন ভাবনার নতুন বইয়ের নাম ‘কাজের মেয়ে’।
পাঠকদের সুবিধার জন্য ভাবনার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
ফুল প্রতিরাতে স্বপ্ন দেখে, স্বপ্নে গর্ভবতী ফুল উঁচু পাহাড় থেকে সূর্যমুখী ফুল দেখতে দেখতে পরে যায়।
স্বপ্ন শাস্ত্র বলছে, ঘুমের মধ্যে অনেক সময় কোনো উঁচু পাহাড় বা পর্বত থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখি আমরা। এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে ব্যক্তিকে শিগগিরই কোনো সমস্যার মুখে পড়তে হতে পারে।
আমার গল্পের প্রধান চরিত্র ফুল কি সমস্যায় পড়তে যাচ্ছে তা কেবল মালিক আর প্রকৃতিই বলতে পারবে।
এই প্রতিরাতের স্বপ্ন দেখাই সর্বনাশের কারণ হবে তার!
প্রসঙ্গত, ভাবনার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে— ‘গুলনেহার’, ‘তারা’এবং ‘গোলাপী জমিন’। অন্যদিকে অভিনেত্রীর কবিতার বইয়ের নাম— ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’।