প্রাণে বাঁচতে নতুন সিদ্ধান্ত নিলেন সালমান খান
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ১০:৪৫ রাত
ছবি সংগৃহিত
বলিউড ভাইজান সালমান খান। একাধিকবার এই বলি তারকাকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। ফলে নিরাপত্তার ঘেরাটোপে থাকেন বলিউড ভাইজান। স্বাভাবিকভাবেই দিনযাপন করলেও তার মনের ভেতর ভয় ঢুকে গেছে। সেজন্য বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন তিনি।
গেল ২৭ ডিসেম্বর ৫৮তম জন্মদিন ছিল সালমান খানের। প্রতি বছর খামারবাড়িতে (ফার্মহাউজ) ঘটা করে বিশেষ এই দিনটি পালন করেন। কিন্তু এ বছর তেমনটা করেননি। ঘরেই কেক কেটেছেন কিং খান। আগামীতেও জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠান নিজ বাড়িতেই পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
জন্মদিনের সন্ধ্যায় চিরাচরিত প্রথায় সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের নিয়ে গ্যালাক্সির বারান্দায় হাজির সালমান খান। সালাম, নমস্তে ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে ভালোবাসাও প্রকাশ করতে দেখা গেল ভাইজানকে। পাশেই দাঁড়িয়ে ছিলেন সেলিম খান।
পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরেই হত্যার হুমকি পাচ্ছেন সালমান। লরেন্স বিষ্ণোইয়ের দল তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। একের পর এক হত্যার হুমকির ভয়ে কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকছেন অভিনেতা।