ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জানুয়ারিতেই ওটিটিতে আসতে পারে অ্যানিমেল

নিউজ ডেক্স

 প্রকাশিত: ডিসেম্বর ০৫, ২০২৩, ০৮:৩২ রাত  

ছবি সংগৃহিত

চলতি মাসের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ২৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। বিশ্বব্যাপী বক্স অফিসেও বাজিমাত করছে এটি। বিদেশেও শত কোটি টাকার বেশি আয় করেছে অ্যানিমেল। 

এবার জানা গেল আগামী বছরের প্রথম মাসের মাঝামাঝিতেই ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে,  ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই ওটিটিতে চলে আসবে অ্যানিমেল।

আরও পড়ুনঃ সিআইডি খ্যাত সেই ‘ফ্রেডরিক্স’ আর নেই

সিনেমাটি মুক্তির মাত্র কয়েক দিন আগে জানা গিয়েছিল, ‘অ্যানিমেল’কে ‘এ’ গ্রেডভুক্ত করেছে ভারতের সেন্সর বোর্ড। মানে, প্রাপ্তবয়স্ক ছাড়া অন্যান্য বয়সের দর্শকের ক্ষেত্রে রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি দেখার ছাড়পত্র মিলবে না। ছবির একাধিক দৃশ্যেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। যেগুলির মধ্যে রয়েছে রণবীর ও রশ্মিকার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও। 
স্বাভাবিক ভাবেই, বড় পর্দায় সেন্সর বোর্ডের সম্পাদিত সংস্করণই দেখছেন দর্শক। তবে খবর, ওটিটিতে ছবি মুক্তি পেলে বাদ পড়ে যাওয়া দৃশ্যগুলিও নাকি দেখা যাবে মূল ছবির সঙ্গেই।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন